বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

মাটিরাঙ্গায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) মাটিরাঙ্গায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশনের (জাইকা) অর্থায়নে এসব আসবাবপত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। 

এসময় মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল আলম, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্ল্যাহ, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল, আলুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুনি চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা ইউএনও প্রতিষ্ঠান প্রধানদের হাতে বিদ্যালয়ের আসবাবপত্র (লো ও হাই বেঞ্চ) তুলে দেন।

টিএইচ